পৃথিবীর পথে প্রান্তে ব‍্যকুলতা ঘুরে-ফেরে মানুষের মুখে - মুখে,
ব‍্যকুলতার এই শব্দ দেয়াল ভেঙ্গে
তুমি কী কখনো ডুবে ছিলে খুব গভীরে ?
তোমার চোখ-মুখ, তোমার অন্তর-মন-শরীর, তোমার সমস্ত অস্তিত্ব ; ছুয়ে ছিলো কী ব‍্যকুলতার ঐ একটুখানি আশপাশ !
পৃথিবীর আলো-হাওয়া,গন্ধ-বাতাসে ডুবে
আমি যাযাবর আজও।


তুমি নারী, তোমাকে ভালবাসেনি এমন পুরুষ পৃথিবীতে আছে শুনিনি কখনো !
তুমি কী দেখনি, যে আলোর পরশে
কত শত ফুল ফুটে সুন্দর চেয়ে রয় দিকবিদিগ
অতটুকু সত‍্য আলোয় নাইবা চাইলে তুমি;
শুধু একটুখানি স্বচ্ছ চোখে একবার চাইতে আমার চোখে, আমি চেয়ে রয় কত শত
কী যে দিশেহীন ব‍্যকুলতায় ডুবে যেতে চাই তোমার ঐ চোখে !দিনের সমস্ত আলো নিভে রাতের ক্লান্তি মুছে অন্ধকার,প্রভাত গন্ধে পাখিরা যখন ডেকে উঠে আপন মনে;ঐ টুকু আপন করে অন্তরালে যদি কও কোন কথা;
জগতের সব কোলহল থেমে আমি কতকাল কান পেতে বাতাসের গায়ে !


তোমরা যখন শুধু কথার কথা,
হাসিতে কথার গন্ধ উড়াও বাতাসে
আমি তখন ডুবে যাই ভীষণ --
অনেকটা তোমার অধরে ডুবে
অজন্ম বেহায়া তৃষ্ণার কী যে খুজে-ফেরার অমরণ অনশন !
তোমার হাসিতে কার বুকে বাজেনি বলো ?
পৃথিবী দ্বার খুলে ডাকেনি কবে
যাযাবর আমি পথ ভুলে যাই আজও !
তোমার মিছে-মিছে রাগ-অভিমানের নিঃসঙ্গতায়
তুমি কি জানোনা ভেজা শিশির
তোমাকে একান্তই ছুয়ে যাওয়া আমার চিরকালের অভিসন্ধি !
তুমি যখন সত্যি-সত‍্যি চেয়ে রও আমার চোখে
নিজেকে হারিয়ে আমি কত শতবার তোমার মাঝে  
চোখে চোখ রেখে পৃথিবী দেখতে চায় আজও -----


আমি - তুমি চলে যাব বলে, ভালোবাসার কী যে ব‍্যকুলতা! তোমার চোখ- মুখ ছুয়ে সারাক্ষণ
আকড়ে ধরা বুকের গহীন ---
আমি - তুমি  এই পৃথিবীর আলো- বাতাসে
আর কোনদিনই আসবো না ! তাই আলোতে জ্বলে ওঠা ফুলে তোমার মুখ ; বাতাস তোমার শরীরের গন্ধে -----
ভালোবাসা ছুয়ে চোখ- মুখ,তোমার আঙ্গুলের এশারায় আমি মরেও ফিরে -ফিরে আসি অজন্ম ব‍্যকুলতায় !!