মানসিক বেস্টনিতে আবদ্ধ
সময়ের জলচ্ছবি,
কাল স্রোতের নদী ধারায়
যদি ভেঁসে যেত খরকুটোর  মতো;
আমি মুক্ত, স্বচ্ছ আকাশের বুকে
প্রাণ খোলা গান হত --
‘‘আমিও ভাঙতে পারি সখি
বেদনার বুকে বসি,  
প্রেমের শৃঙ্খল;
তুমি আছো বলেই আমিও আছি
খুব কাছাকাছি,
বেদনার অমৃতে চিরকাল‘‘।
ঝরে পড়া দিনের শেষ গোধূলি লগ্ন
রক্তিম দূর আকাশের বুক
গ্লানি নেই ;
কেবল সারা দিনের শ্রান্তি চিহ্ন
মুঁছে দেয় স্তব্ধ মেঘেরা,
  তবুও ঐ দূরে স্তব্ধতার আস্তিনে
আচ্ছন্ন বুদবুদে কোন এক প্রচ্ছন্ন সকাল।
জানি ফিরবে না সময়
ফেলে আসা সেই তুমি!
মানসিকতার বিভৎস্য দহন
তবুও তুমি পাড় জ্বালাতে
হে অন্তবাসী ;
অন্তরের অনন্তে বসে
নিত্য বেদনার হাসি ।।