ব্যস্ত শহর নেই অবসর হাজার লোকের ভিড়্,
তারই মাঝে ঠাঁই নিরিবিলে পাই এই গঙ্গার তীর্।
এখানে প্রভাত আসে ধীর পায়ে স্তব্ধ শান্তি নিয়ে,
রাতের আকাশ মোছে কালিমা চাঁদের জোৎস্না দিয়ে।
নিষেধ হেথায় গতির আদেশ থমকে দাড়ায় সম​য়্,
কিছু ক্ষন নিয়ে দিয়ে যায় সে কত স্মৃতি অক্ষয়্।
কত দিন শুরু এ নদীর বুকে কত শেষ এরই কোলে,
আগমনি সুরে বিদায়ের গানে কত দিন গেছে চলে।
অব্যক্ত হেথা আনন্দ ব্যথা ,,নেই প্রকাশের ভাষা,
যদি কেউ বোঝে সে না বলা কথা শুধু এটুকু আশা।
কিছুটা অবুঝ র​য়েছি যে আমি হ​য়্ত কিছুটা বুঝি,
তবু জানিনা এ বেলাভূমে কারে যেন আজও খুঁজি।
বুঝি না তো আমি বোঝে না তো মন এ কিসের পিছুটান্,
আমার মতই এ গাঙ তীর করে কার সন্ধান ।