একফোঁটা শিশির হয়ে আমি ঝরেছি তোমার ঘাসে,
ভুলো না যেন আমায়্......
..............যদি ভেজাতে তোমার মাটি
একরাশ বৃষ্টি নেমে আসে !
জানি আমি তুচ্ছ অতি.......
আমার জলে একটা ঘাসের শরীর ও ভেজাতে পারব না
তবু ভরাতে পারি জানি
তোমার ঘুম জড়ানো চোখের আলতো কোনা।
হয়ত নেই আমার নিজের কোনো রঙ্..
আমি আঁকি না ইন্দ্রধনুর আল্পনা...,
তবু দেখ একটু খেয়াল করে,
তোমার মনের প্রতিটা রঙীন রেখায়
......রেখেছি আমার ছোট্ট বুকটা ভরে।
আমি একফোঁটা শিশির্........
কালো অভিমানের মেঘ নিয়ে
.......দিইনা তোমার আকাশে উঁকি,
আছড়ে পড়ি না তোমার বারান্দায়
............হাওয়ার আঁচল ধরে.....;
শোনাই না গান তোমার কানে কানে
.........রিমঝিম জলশোরে।
হয়ত আমার ছোঁয়ায় ....জাগে না তোমার মনে
.........কোনো মেঘলা ভিজে স্মৃতি,
তবু জেনো তোমার একটু ছোঁয়া পেতে
তুচ্ছ করে আমার বায়বীয় প্রতিকৃতি.....
এক নিমেষে ...... পারি ঝরে যেতে.....॥