যদি এমনি করেই যাবার ছিল্......
তবে এসেছিলে...কেন্?
হয়ে আমার ছেড়া মেঘের আকাশ ,
আমার ভেজা স্বপ্নের ভোর ,
তোমার লাঠাই এ উড়িয়েছিলে
...........আমার মন ঘুঁড়ি যেন্...!
আমি তো ছিলাম একরাশ উন্মত্ত ঢেউ,
পিছুটান ছিল না আমার কেউ ,
তবে কেন হলে আমার বালুচর্?
তোমার আলগা বুকে গড়লে কেন্..
.......আমার নোনাজলের ঘর্?
আমার মত ছিলাম আমি বেশ্......
ইচ্ছে ধারায় ভিজিয়ে দিতাম্
.............আমার কল্পদেশ .,
কেন বাহুর আগল খুলে.....
আমার শীতল ফোঁটাকে
...........তোমার উষ্ণ শরীরে ছুঁলে?
তোমার উত্তাপে বাষ্প হলাম্
........ঝরতে গেলাম ভুলে ...।
তবে কেন এসেছিলে.....?
হাজারের মাঝেও আমি তো ছিলাম একা
অচেনা মুখোশের ভিড়ে...
..পাইনি কখনও চেনা মুখের দেখা...,
একমুঠো উদাসিনতায় ছিলাম আমি ঘিরে..
ভরে ছিলাম একাকীত্বের গাঢ় নীলে।
হারিয়ে যেতাম ইচ্ছে করে
......নিখোঁজ হতাম ঝাপসা ভোরে,
সেই পথে থামাতে আমায়্
বন্ধুত্বের হলুদ রঙে রাঙা তোমার হাত্
..........আমার দিকে কেন বাড়িয়ে দিলে,,?
যদি যাবার ছিল সেই একলা করেই
...........তবে কেন এসেছিলে....?