মুষলধারে বৃষ্টি ভেজা রাতে তুমি, আমার কাছে নেই প্রিয় একা আমি।
জীবনের চেয়ে ও তোমার সঙ্গ
আমার কাছে অনেক বেশি দামী।


বৃষ্টি যাও ছুটে যাও ছুঁয়ে এসো তারে,
বৃষ্টির প্রতিটি ফোঁটার স্পর্শে
ভালোবাসা দিব যারে।


বৃষ্টির শব্দ যেন তোমার পায়ের নূপুরের ছন্দে বাদল তালে বাজে,
বিজলী চমকানোর শব্দে ভয় পেয়ে আমায় জরিয়ে ধরলেনা যে!? ।

বৃষ্টিতে ভিজতে ভালো লাগে
তোমাকে জড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে আলিঙ্গনে,
প্রতিটি ফোঁটার জল এসে অনুভবে প্রতিক্ষণে কাছে টানে।


অনেক রাত, হঠাৎ ঘুম ভেঙ্গে যায়,
তোমার স্নিগ্ধ ঘ্রাণের অনুভবে আমার রাঙ্গা শরীর উত্তেজনায় উষ্ণতায় বৃদ্ধি পায়।