তুমি থাকো অট্টালিকায়
আমি থাকি গাছ তলায়।
তুমি থাকো মহা সুখে
আমি জীবন কাটায় দুঃখে দুঃখে।


তুমি হলে পূর্বের রক্তিম সূর্য লাল
আমি যদি বলি সবি আমার কপাল।
তুমি থাকো দালান কোঠার পাকা বাড়ি,
আমি কি ভাবে সাজাবো এই জীবনের তরী ।


আমি থাকি ভাঙ্গা ঘরের পাশে
চাঁদ উঁকি দেয়, খিলখিলিয়ে হাসে
দূর আকাশের চাঁদের আলো,
আমায় বুঝি দেখতে পেলো।


তুমি জ্বালাও বিশাল রং বেরঙের ঝাড়বাতি,
আমি দেখি তারা গুলো ঝিলমিল করে জ্বলছে দিবারাত্রি।
আমি জ্বালিয়ে রাখি আমার ঘরে মোমবাতি
রাতে ফুরিয়ে যাবে আলো, নেই গতি।


তুমি আর ঐ দূর আকাশের তারা গুলো মিট মিটিয়ে হাসছে।
দিন কেটে যায় রাত কেটে যায়
জীবনের প্রদীপ ফুরিয়ে আসছে।


তুমি আছো রাজপ্রাসাদে তোমার আছে দামি গাড়ি
আমি চলি দুপায়ে হেঁটে হেঁটে,
অদম্য গতিতে, চলতে পাড়ি।


তুমি ধনরত্ন তুমি এক অনন্য
আমি নিরীহ, মানুষ অতি সামান্য।
তুমি মহা সুখী আপন মনে
আমি দুঃখী জানে, জনে জনে।


তুমি হলে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি,
আমি জানালাম অভিনন্দন তোমার প্রতি।