ঘুরে এসে ফিরে এ গোটা বাংলায়
দেখিনি এমন রূপের চিহ্ন,
ধানক্ষেত দিয়ে করেছি শুরু
মাঝি নৌকার ভাটিয়ালি,
ভরা জোয়ারের কলতান, মরম সংগীত সুর
শুনেছি চলেছি নদীপথ বহুদুর।


ঘাসের উপরের শিশিরবিন্দু থেকে
বৃহত্তম সৈকতে গিয়েও, চায়ের বাগান,
বাঘে ভরা নোনা বন
মহাসমুদ্রকন্যার ধারের সূর্যোদয়,
লালমাটির পাহাড়ের প্রাচীনতার মাঝে
দেখিনি এমন রূপবতী স্বাভাবিকতার সাজে।


সৈকতে দেখা সূর্যাস্তের অন্তে
সমস্ত দিনের ক্লান্তি দুরে ঠেলার তরে,
এসেছিলে নিয়ে তুমি শীতল তিমিরের অদ্রি
চন্দ্রগ্রহনের প্রদর্শনী নিয়ে অবাক এক রাত্রি।