গ্রাম বাংলার বাঁকে বাঁকে
কত নদী বয়ে গেছে একে বেঁকে
পথ হারা পথিকের বেশে।
পদ্মা, মেঘনা, যমুনা
শীতলক্ষা, ব্রক্ষ্মপুত্র, ধলেশ্বরী
বাংলাদেশের বড় নদী।
আরো আছে কত শত ছোট্র নদী
গঢ়ে ওঠেছে কত শহর বন্দর
কত বাজার, কতই না নগরী
ওদের কুল ঘেষে।
জেলেরা সেথায় জাল পেতে
কত মাছ ধরে, বাজারে বিকায়।
বর্ষাতে আসে জল বসন্তে শুকায়
নদীতে পানি আসে পানি যায়
জমিতে পলি মাটি রেখে যায়,
পলিতে কৃষক সোনার ফসল ফলায়।
কখনো আবার ভাসিয়ে নেয়
ক্ষেতের ফসল আর ঘর বাড়ি,
বর্ষার পানিতে যদি ডুবে যায় পাড়ি
সর্ব গ্রাসী বন্যা আসে যদি
সর্বনাশী হয়ে যায় বাংলার নদী।