ভেসেছে শত ঘড়-বাড়ি
ভেসেছে শত মন,
ভেসে গিয়েছে মানুষের দেহ
রক্ষা পাইনি আপন জন।


ভেসে গিয়েছে কুমোরের বাড়ি
ভেসে গিয়েছে কাঁদা,
প্রতিমা বানাবে কি দিয়ে
মাথায় হাত দিয়েছে করিম চাচা।


তবুও দেখো ফুটেছে কেমন
নীল শালুকের দল,
সাদা কাশ গুলো মাথা দুলিয়ে
করছে শরতের আগমন।


মা আসছে নৌকো করে
ঝুড়িতে আনতে সুখ,
কেড়ে নিয়ে দুঃখ সকল
ভরিয়ে দেবে এই বাংলার বুক।