লম্বায় মোরা মস্ত বড়ো
কলম চালিয়ে খাই।
ছোটোবেলায় রং পেন্সিলটা
আজ হারিয়ে গেছে ভাই।


৩০ টাকা দিয়েই মোদের
চলতো ৩০ দিন।
চাকরির প্যাঁচে পড়ে আজকাল
কাটছে ধিন ধিন।


গাছগুলো ছিলো মস্ত প্রিয়
ভাবজগতের বন্ধু।
ছোটো-খাটো জিনিস জুড়ে
গড়ে তুলতাম সিন্ধু।


হারিয়ে গেছে জ্যামিতিবক্র
ছোট্ট সেই আমি।
হারিয়ে গেছে ভাবজগৎ
আর সেই রং পেন্সিল খানি।