স্কুলটি একটি বটবৃক্ষ
ছাত্র তাহার প্রান
শিশুগুলি কচিপাতা
গায় বটবৃক্ষের গান।
বড়ো হয়েতারা বটের ডালে
শেখে একে চন্দ্র
বুড়ো হয়ে তারা ঝড়ে পরে
ছড়ায় বটবৃক্ষের গন্ধ।
পাতাটি যখন উড়িয়া যায়
দেশ থেকে দেশান্তরে
বটবৃক্ষের কথা তার
তখনো খুব মনে পরে।
কখনে তাদের ইচ্ছে জাগে আবার
জুড়ি সেই গাছে
কিন্তু পুরোনো পাতাই বট
কি উপায়ে রাখে!
চলিয়া যায় অনেক বছর
পুরিয়া যায় পাতা
তবুও তার গায়ে থাকে
বটবৃক্ষের কথা গাথা।