বছর বিষ পেরিয়ে এলাম
বসন্তও পেরোয় অযত্নে অবহেলায়,
তবুও ভীষন জানতে চাই
এখনোকি আছো আগের মত উচ্ছলতায়?


এখনোকি স্বপ্ন দেখো
জলভাঙ্গা ওই হরিণ চোখে?
চমকে ওঠো অজানা ভয়ে
একাকি বিছানায় মধ্য রাতে!


কাউকে কি করো যতন
যেমন করতে সেই আমিকে?
অযত্নে বসন্ত পেরোয় তত
আছোকি এখোনো আগের মত!


একোনোকি খেলো পুতুল
না খেলে কেউ জোর করে?
এখনোকি আছো সেই শিশুটি
নাকি যৌবন তোমায় কেঁদেই মরে!


এখনো তুমি ভাবো আমায়
নাকি আছো সুখের কোলে?
মুখবুঝে সব সহ্য করো
দোষ দাও কি ভাগ্য বলে!


আছোকি তুমি খুবি সুখে
মন খুলে সব বলতে পারো?
কাল শুনলাম ফুলির কাছে
নানা বাহানায় তুমি কান্না করো!


এখোনোকি কেউ ভিন্ন চ্ছলে
মিষ্টি গালে আদর করে?
মুখ ফিরিয়ে মান করলে
কেউ ভাঙায় জেদটি ধরে!


এখনোকি রাত জাগো
জোনাক সাথে তারা গুনে?
সকাল বেলা ঘুমকি ভাঙে
তোমার প্রিয় গানটি শুনে!


অপেক্ষায় থাকো এখনোকি
দক্ষিন মুখি পথটা চেয়ে?
মুখফুটে কেউ বলে তোমায়
সামনে একা আপন পেয়ে!


সত্যজিৎ কেউ পড়ে শোনায়
কদম ফুলে সাজিয়ে দেয়?
জেদ করে মুখ ফেরালে
সব আবদার মেনে নেয়!


বছর বিষ কাঁটিয়ে দিয়ে
সুখ-দুঃখ মেনে যত;
ভীষন ভাবে চাই তোমার
আরেকটিবার আগের মত।