পদ্ম ফুলেরে দেখেছিলাম
বটতলারওই কান্ত দিঘির জলে।
আজ তারে আবারও দেখলাম
হৃদয়ভাঙ্গা মোর এই বুকের অন্তরে।
তোর মুখের ই ওই মিষ্টি
কাজল কালো চোখ।
আকাশের গর্জনশীল মেঘেরেও
করে দেয় নিমেষে চোপ।
তোর ওই রঙ্গীন গোলাপ ঠোঁট
ফাল্গুনের ওই রাতের শেষে,
ঘর ছাড়া সেই বালকটিকেও
ঘরে ফিরতে বাধ্য করে রোজ।
তোর ওই দুষ্টু মিষ্টি হাসি
মনে হয় অনেক কাল আগেও
কোথায় যেন দেখেছি।
কদম তলায় দিঘীর পারে যেমন
গোপাল বাজায় বাঁশি।