ছিলাম আমি চুপটি করে আঁধার ঘরে একা ।
বাতায়নে তাকিয়ে দেখি হাজার জোনাই আলোক রেখা ।
আঁধার ঘরে নেইতো আলো তোমায় আঁকা বৃথা ।
জোনাকি কহে এইতো আমি লেখ তোমার কবিতা ।
জানি আমি অনেক ছোটো, ছোট বলেই মানো ।
পার যদি আমার দানের একটু কথা লিখে রাখ ।
অসময়ের বন্ধু তুমি,এসো আমার ঘরে ,
লিখব না তোমার ব্যাথা এ কেমনে ভাবো ?
আমার লেখা হোক জীবন তোমার আশার আলোর গানে ।
জীবন যুদ্ধে পাইনা কিছু পেতে।
বারে বারে আসতে পারি আঁধার ঘরে মৃদু আলো দিতে ।