এসো কবোরী স্নাত হয়ে শ্রাবণে ।
দেব চুম্বন তোমার ঐ কম্পিত ঠোঁটে এ ভরা প্লাবনে ।
সিক্ত তব ভরা যৌবন হিল্লোল ।
করেছে মোর হৃদয়ে উল্মাদ কল্লোল ।
ওষ্ঠ মোর শুকাইয়াছে দীর্ঘ  গ্রীষ্ম অবসানে ।
আজি সেদিন আসিয়াছে তব লুপ্ত ঠোঁটের অবদানে ।
ঘুরিয়াছি আমি কত পথ শহরের ওলি গোলি
হইতে হিমালয় পাদ পথ ।
কখন  আবার যাযাবর হয়ে খুঁজিয়াছি তোমায়
মরুভূমির মরু ঝড়ে ।
তবুও, পাইনি তোমায় টরপেডো,সাইক্লোন রাতে ।
পাইলাম তোমায় হে কবোরী এই  বাংলায়
ছাতিম গাছের তলে বৃষ্টি ভেজা কনো
এক সৌদামীনির আলোক প্রাতে ।