এক মঠো গরম ভাতের ঘ্রাণ,
     কতো-ভালো লাগে শিশুগুলোর |
অফিসপাড়ার ফুটপাতে,সেটশনের আশে-পাশে
              কর্মরত ফুলের দল |
ছোট হাতদুটি দিয়ে বয়েচলে গরম ভাত,ডাল,তোরিতরকারী
           আরো কত কি,অফিস বাবুদের পাতে-পাতে |


প্রতিদিনের সকালে থাকেনা তাদের হাতে
       চক,পেনশিল শেল্টে, খাতা,
থাকেনা বর্ণপরিচ,বোধদয়, কথামালা,
      থাকেনা তাদের গলায় ভোরের ধারাবাত |
থাকে শুধু বাসনমাজার ঝনাঝন ও কয়লা ভাঙার খটাখট শব্দ
কারখানার চিমনির ধোঁয়া মিশতে থাকে গরম ভাতের ঘ্রাণে|


শিশুশ্রমিকরোধ আইন পারবেকি এই গরমভাতের পাহাড় যোগাতে !
         তাই দাও পেটভরা গরম ভাত-
তবেই বাঁচবে কিশলয়,বাঁচবে দেশের তরুন তরুবর |