আজি  বরিষনে  হৃদয়ের  গানে,
   ধরনী  হয়েছে  বৃন্দাবন  |
   গুমোরীয়া  গরোজে   গোগনে  হুঁঙ্কার
  ওঠে  ঐ  যোদ্ধর  বাণে   |
   দেখিতে  পাও  কি   চকিত্  চমোকে
  পথিক চলেছ  নয়নো  ছলায়ে  |
  এসোগো  প্রীয়া  নয়োনো  মেলিয়া,
  সাজোগো  শ্রাবণো  ধরায়   |
  বিরহ   কেন আজি  যৌবন  প্রলয়ে,
  শয়ণে   কেন   শ্রাবণো  বেলায় ,


   এনেছিগো  সঞ্জীবনি-ধারা  ভরায়ে
   ছিটিয়ে   দাও  যত  খুশী  সব  প্রানের  মাঝে,
   সিক্ত  তব  অঞ্লখানি  বিছিয়ে  দাও
   ধরণীতলে , সেথায়  এসো  গাইবো  গান,
   চণ্ডীদাসের  রাধা বিরহের,  বীভর  হবো -
  মেঘোমল্লার  তানসেন- বীণাতানে  |
  এসোগো  প্রীয়া  নয়োনো  মেলিয়া ,  
  সাজোগো  শ্রাবণো   ধরায় |