তির্জক  সব দৃষ্টিতে  চাপা  টিসার্টের  অন্তরালে  যৌবন হিল্লোল ।
এ কি ,  এ কোন বিধাতা  করেছে   তব  খোদিত ।
খানিক  সময়  পরে  মিলাইয়াছে  মানবের  ভিড়ে ।
চেয়ে  দেখি  সন্মুখে  দাঁড়ায়ে  আর  এক  কায়া,
বিধাতা  যারে  করেছে  খোচিত ।
সমুদ্রগভীর  আঁখি,  চপল  হরিণীর  ন্যায় ।
অপার  সৌন্দর্য্যে  চিও  বিহল  আজি  তব  পরশের ।
সম্বৃত  ফিরে  পাই  চেয়ে  দেখি  দিঘী সরোবরে  কোকনদ কেমনে
দুলিতেছে  বায়ু  পরশে, অলিরা  কেমনে  পাগল  হইতেছে
মধু  সেবনে,  ঘুমাইয়া  পড়িতেছে  তারি  কোড়ে ।
হে জন, চেয়ে  দেখো  এইরূপ  অপার  মাধু্র্য  আছে  তোমারি  গৃহে,
যারে  তুমি  অবহেলা  করিতেছ  বারে  বারে ।
তবু   কেন   বাসনা  কর  সুপ্ত  কামোনাকে  খনিকের  মায়া জালে ।