প্রিয়া তুমি চলে গেলে বহু দূরে ।
রেখে গেলে স্মৃতিরমালিকা আমারি জীবন ভরে ।
ভালোবাসি তোমায় বলেছি বারে বারে ।
বুঝেছো তুমি আমার ব্যাথা তবুও বলেছো
প্রেমিকার  ছলে ভালোবাসি তোমায় বন্ধুর মত করে ।
একসাথে কয়েকটা বছর কেটেছে তোমার সাথে
বইয়ের পাতায়, খাতায় -কলমে ও খুনসুটিতে ।
বলেছো  তুমি আমায় ভালোলাগে তোমায় বন্ধুর মত করে ।


তোমায় নিয়ে কত স্বপনের, ইচ্ছার মায়া জাল বুনেছিলাম
বাঁধবো বলে সুখের ঘর, রাখব তোমায়
সবুজ ঘেরা পাতার ছাওয়া ঘরে,
ভিজবো আমরা দুজনায় তুমুল বারিপাতে ,
সইবো আমরা সব প্রতিকূলে সৌদামিনীর প্রতি হুঙ্কারে ।
বসবো আমরা সজনী ঘাসের পরে
বিভোর হবো মেঘমল্লার গানে ।
ভুলছিলো সব কল্পনা যখন তুমি বলেছিলে আবার
ভালো বাসি তোমায় বন্ধুর মত করে ।
আজও আমি খঁজে বেড়াই তোমার পরশ, ইঁট, কাঠ,
পাথরের সাথে দূর বনানীর নির্মল
ছায়া তলে অথবা ফুলের রেনুর মাঝে ।


জানি আমি ভালোলাগা ও ভলোবাসা এক নয় ।
তাইতো আমি কুড়িয়ে নিলাম অনাদরে ধূলোয় পড়ে
থাকা স্মৃতির পটখানি বন্ধুর মত করে ।