ওগো, রক্তে রাঙা গোলাপ
কি অভিমানে করেছো মোর আলোতে রক্তে রাঙা বিকাল ?
ছড়িয়ে দিয়েছো সিন্দুর মাখা কোন সে গোধূলী ?
বৃষ্টিভেজা পাপড়ি তোমার জানায় অশ্রুভরণ চপল আঁখি ।
কোন সে বাতাস হরণ করেছে তোমার সুবাস বলতে পারো কি ?
সবুজ ঘাসে লুটিয়ে তুমি উদাস কেনো আজ ?
সবাই তোমায় চ্ছিন্ন করে বৃন্ত থেকে বিলায় ভালোবেসে ।
তোমার মহিমা হৃদয় জুড়ে মানব ইতিহাসে ।
যাক, এ তুচ্ছ প্রাণ - দামাল ঝড়েতে
তবুও, বৃষ্টিভেজা  পাপড়ি গুলি গড়বে প্রেম দেবালয়ে ।
ওগো, ওঠ তুমি অশ্রু মোচন করো সূর্য তোমার পাশে,
নতুন ভোরে গাইবো গান মানব প্রেমে সব হিনতা ভুলে ।
জানি বন্ধু,  দুঃখ নয় মোর অত্নদানে,
অভিমান আমার বড়ই বেশি প্রেমের অপমানে ।