কে তুমি সুন্দরী ? দেখা হলো বাসেতে
কনো এক বৃষ্টিভেজা দিনে ।
বাসে উঠে ইতস্ত্যতো হয়ে  খোঁজ করো তোমার আসনখানি ,
ইসারাতে বোঝাই আমি ডাইনে দেখুন ,
ধন্যবাদ জানায় মুচকি হাসিতে
যানো মনে হলো মেঘপঞ্জু হতে বেরিয়ে
আসা চন্দ্রালয়ে স্নাতো কনক মালা ।
মুগদ্ধ হলাম আঁখীর কাজলে মাখা জলবিন্দু , যানো মনে হলো
কনো এক আমাবস্যা রাতের শিশির বিন্দু রেখা ।
সিক্ত তোমার বস্ত্রখানি হতে ঝরে পড়া জলবিন্দু যানো
পুষ্পাঞ্জলী হয়ে নিবেদন করে প্রেম আলিঙ্গনে ।
কে  তুমি বক্ষমতী লাবণ্যময়ী ক্ষণিকের পথে
মনহরণী এই বাদল দিনে ?
মনে মনে কত ছবি আঁকতে থাকি জনি না
কখন বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে
যখন কন্ডাকটার চাইলো টিকিটের দামখানি ।
টাকা বেরকরার সময়ে সঙ্গে পকেট থেকে বেরিয়ে এলো
বউয়ের হাতের লেখা মাসকাবারী জিনিস
আনার ফর্দখানি এটাই সরল, সত্য,
ও বাস্তব অমর প্রেমের ফরমান যা কখনও বিচ্যুত হবার নয় ।
খানিক পরে  দেখি নেই তুমি আর ঐ স্থানে ।
চেয়ে দেখি জানালার বাইরে মিলিয়েছো
তুমি ঘনতুষার সমো বারিপাতে ।