যাবার আগে বাজিয়ে বাঁশি
কোন  সে   ভোরে বাজাইলে ।
নয়ন যখন নিদ্রামোঘন
কোন সে সুর জুড়াইলে ।
সুপ্ত যখন অশ্রু দুটি মুক্ত নাহি ভোরে ।
তবুও, সুরে মনমজেছে এই
শান্তি শয্যার বাতায়নে ।
তোমার সুরে ঘুম ভেঁয়েছে নিদমহলের সাড়া-
বাতাস এসে পরশ দিল ঝড়লো যত পাতা,
কৃষ্ঞচূড়ার ,পলাশ ফুলে মাতলো উঠোন মেলা ।
আনকো আলোয় উঠলো জেগে
ঐ পদ্মকোলির হাইতোলা ।
আলপোনা দায় আলতো বাতাস
দিঘীর জলে তোমার সুরের ছন্দতালে ।
পাখিরকূজন মাতলোভূবন তোমার সুরের ঐক্যতানে ।