মনে মনে ভেবে দেখিলাম আমি
ফ্লাট, বাড়ী, গাড়ি করা শধুু যে হয়রানি ও মাথায় ৠণের বোঝা দীর্ঘ মেয়াদি ।
জানি এ দেহ মনে শান্ত বাাতায়ন হতে আসবে সমীরন ।
ছেলে পুলে নিয়ে মস্ত কনো উঁচু খোপে বসতি আমার হবে ,
আহা ! কি শান্তির  খোঁজে ! আমি কুঁড়ে ঘর হতে
অট্টালিকার কনো নির্জন খোপে এ হেন আমার
দীর্ঘ সঞ্চের কিঞ্চিৎ পরিপাটি ,
তারসাথে বড়ো অঙ্কের ই এম আই গুনতে হবে ।
পড়ে থাকবে মাশের শষে শধু যে দাঁত কপাটি ।
শুন্য হতে আজ দীর্ঘ মহাভারতের যুদ্ধের  ন্যায় অবসানেও
পারলাম না আজও  অশ্বমেথের ঘোড়া হতে ।
জীবন নিভু নিভু হতে বাকি কিছু নাই ,
দীর্ঘ পথ আজ অতিক্রান্ত ।
পর পারের ভেলা ভিরেছে তীরে
ঢলু  ঢলু চোখে বাড়িয়ে দিয়ে হাত ফিরে যেতে চাই শান্ত উলঙ্গ নীড়ে ।