ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোয় ভাসে
স্তব্ধ নগরীর নিষ্প্রাণ রাজপথ।
জীর্ণ শরীর ছিন্ন চাদরে মুড়ে
ক্ষুধার জ্বালায়, বিক্ষত মনে
নিদ্রায় নিমগ্ন সহস্র দু'পেয়ে জীব।
সঙ্গী তাদের জিরজিরে হাড়ে লোম ওঠা কুকুর।


বিলাসী ফেরারি বয়ে চলে
কিছু উচ্চশ্রেণীর অ্যালকোহলিক।
নিস্তব্ধতা ভাঙে, মেটালের কড়া সুরে।
তার পথ চেয়ে গেটম্যান আর অ্যালসেশিয়ান।


হাজার বছরের নগরী তুমি নির্বাক, নিষ্পলক।
তোমার দু'ক্রোড়ে দুই সন্তান।
একজন মরে ক্ষুধিত উদরে মাটিতে মিশে।
আরেকজন ভাসে তরল অগ্নির ঘোরলাগা বিষে।