একটি ব্যর্থ প্রেমের কাব্য লিখতে বসেছি,,,,,
নাহ,একজন ব্যর্থ প্রেমিক আর একজন ব্যর্থ প্রেমিকার গল্প লিখতে বসেছি,,,,,
যে প্রেমিক প্রেমিকা মৃত পর্বতের শীর্ষে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে চিৎকার করা ভালোবাসি শব্দে বিশ্বব্রহ্মাণ্ড প্রকম্পিত করে পর্বতে জীবন সঞ্চার করতে পারেনি,,,,,
ধূমায়িত চায়ের কাপ হাতে বাহুডোরে বন্দী হয়ে সূর্যোদয়ের ইষৎ উষ্ণ ভালোবাসা উপভোগ করতে পারেনি,,,,,
ভরা জ্যোৎস্নায় একে অন্যের কাঁধে মাথা রেখে সমুদ্রের ঢেউয়ের গর্জনের শব্দে ঘন নিঃশ্বাস আড়াল করতে পারেনি,,,,,
মধ্যরাতের ভারী বর্ষণে নিজেদের উজার করে দিয়ে গেয়ে উঠতে পারেনি "আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে.....",,,,,
বাস্তবতার অগ্নিরূপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কল্পরাজ্যে ভেসে সুখের স্নান করতে পারেনি,,,,,
পারেনি জলন্ত অঙ্গারের উপর দিয়ে নগ্ন পায়ে হেঁটে চলার সাহস করতে,,,,,
আসলে তারা কিছুই পারেনি,কিছুই না,,,,,
ব্যর্থতার গ্লানি ঢাকতে একজন ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছে রেললাইনের স্লিপারদুটির মাঝে,,,,,
সেখানে এখনো সকাল সন্ধ্যে  ঝিকঝিক শব্দে অসতর্ক কানকে জানান দিয়ে রেলগাড়ি চলে,,,,,
অন্যজন.....অপরাধবোধের হিংস্রতা থেকে মুক্তি পেতে নিজেই হিংস্র হয়ে উঠেছিলো অনেকদিন আগে,,,,,
এখন সে শান্ত,একদম শান্ত,রাতের আঁধারে শুধুই ঝিঁঝিঁ  পোকার শব্দ,,,,,,,,,,