রাত তিনটে বেজে দশ মিনিট,
আবার সেই গন্ধটা আমার নাকে এসে লাগছে!
                    সেই পুরনো, সেই চিরচেনা গন্ধ।
এক অদ্ভুত মাদকতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছি আমি।
                               তীব্র থেকে তীব্রতর হচ্ছে,,,
বিরামহীনভাবে যেন তা আমার নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে মিশে যাচ্ছে প্রতিটি রক্ত কণিকায়,,,
ঝিমধরা রক্তকণিকাগুলো হঠাৎ বড্ড বেশি ব্যস্ত হয়ে উঠছে!
                  বারবার আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি,,,
                             আচ্ছা,কিসের গন্ধ এটা!
কোন ফুলের! হাসনাহেনা,শিউলি বা বকুল!
নাহ,ফুলের গন্ধে তো এত মাদকতা থাকবার কথা নয়!
                     কিসের গন্ধ এটা, কিসের!
মাদকতাময় সেই গন্ধের পথ ধরে যেন আমি হেঁটে যাচ্ছি উৎসের দিকে,,,,,
আমাকে যে জানতে হবে,জানতেই হবে,নইলে আমার নিস্তার নেই।
                      এইতো পৌঁছে গেছি আমি,
                     এ যে তোমার শরীরের গন্ধ!
আরে তাই তো, এতো মাদকতা আর কিসেই বা থাকতে পারে!
আমি মিশে যাচ্ছি তোমার সাথে,তোমার শরীরের সাথে।
মিশে একীভূত হয়ে যাচ্ছি সেই অদ্ভুত চিরচেনা পুরনো গন্ধের মাদকতায়,,,,,,,,,,,,