প্রচুর বড় বড় সবুজ গাছে ঘেরা একটি বাগান
    যে বাগানের ভিতরের সবগুলো রাস্তা এখনো চেনা হয়ে ওঠে নি।
   কিন্তু বাগানের কয়েকটি জায়গা খুব স্পষ্টভাবে গেঁথে আছে মনে।
       চোখ বন্ধ করলেই খুব স্পষ্ট দেখতে পাই জায়গাগুলো।
      আসলেই কি এইগুলা কিছু জায়গা মাত্র!
        নাকি জমে থাকা প্রচুর স্মৃতির সমাহার!
যে স্মৃতি কখনোই বিস্মৃত হবার নয়,
মনের কোণে অবহেলায় অনাদরে পড়ে থাকবার নয়,
       স্মৃতিগুলো সবসময় জীবন্ত,প্রচণ্ড জীবন্ত।
প্রথম হাত ধরে হাটার স্মৃতি,
            কাঁধে মাথা রাখার স্মৃতি,
      প্রথম অনভিজ্ঞতাময় চুম্বনের স্মৃতি,
একে অপরকে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরে গাঢ় নিশ্বাসে অনুভব করার স্মৃতি।
       বার বার ফিরে ফিরে আসে স্মৃতিগুলো,
প্রতি মুহুর্তে ঘুরতে থাকে নিউরনে নিউরনে।
       যখন খুব ছোট্ট একটি কারণে এই অসীম ভালবাসাময় সংকীর্ণ মনে প্রচণ্ড অভিমান জমে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,