চোরের দল পালাবি কোথায় বল?

করেছ চোরি,  বাড়িয়েছ ভুড়ি
করেছ পাচার, চাইনি বিচার

পরের টাকায় করেছ দালান
অন্ধের মুখে অনেক মান-সম্মান।

চোরের দল পালাবি কোথায় বল?

ধরেছ কলম, ভূলেছ এলেম
দিয়েছ স্বাক্ষর,  আগে নিয়েছ হাজার

পরের টাকায় দেখিয়েছ ভাব
অন্ধের মুখে তুমি নাকি "শেষ নবাব"

চোরের দল পালাবি কোথায় বল?