কন্যা তুমি  কবুল কবুল বলো না
এভাবে আমায় ছেড়ে যেও না॥


কালকে হয়েছে গায়ে হলুদ
আজযে তোমার হলো বিয়ে
বর আসিল টোকর মায়
সাজানো গাড়ি বহর নিয়ে॥


সমজিদেরই মেজেতে বসে
কাজি পড়ালো তোমাদের বিয়ে
বর কতনা লাজুক মুখি হয়ে
বলেছে তোমায় কবুল কবুলরে॥


লাল শাড়িতে সেজেছ তুমি
পড়েছো গহনা দামী দামী
বর করেছে লক্ষ টাকা কাবিন
তুমি বলেছ আড়ালে বাসে আমিন॥


তোমার মুখে হাসি দেখে আমি
বেধনার মাজে দিলাম হাসি
তোমার হাসিতে ছিলো দুষ্টমি
কন্যা তুমি কেনো না বলোনি॥


কন্যা তোমর কবুল কবুল শুনে
বাবা-মা হয়েচে আজ খুশি
এতবারো কি ভাবলে তুমি
এহৃদয় বাঝে কিসেন ধ্বনি॥