বল তুমি দিবেকি আমায়
হাড়ানো সেই একটি বিকেল
দিবেকি তুমি বিকেলের একটু হাওয়
সেই হাওয়তে ক্যাশ গুলো করবে
তোমারও বন্ধু আওলা জাওলা
আমায় করিবে তোমার পাগলা।


হাড়ানো দিনের একটি বিকেল
আজও খুজি দিবানিশি হেটে হেটে
কাঁদা দুলো গুলো আমায় খেলো
একাকি পেয়ে বন্ধু চেটে পুটে
দিবেকি বলো তুমি দিবেকি
সেকালে হাড়ানো একটি বিকেল।


সে বিকেলের আকাশের নীলে
সাজাবো তোমায় মনের মতো
লাল টিচ দিবো পড়িয়ে তোমায়
পশ্চিমা আকাশ হতে সূর্য এনে
দিবেকি তুমি বলো বন্ধু দিবেকি
এই দিনের এই গোধুলী বিকেল।


পূবালী আকাশে হাসবে যখন রবি
লিখবে কবিতা গান এধারার নব্য কবি
তুলির ছোয়ায় আকবে যে শিল্পি
বিচ্ছেদের শুরে তোমার আমার ছবি
দিবেকি তুমি বলো বন্ধু দিবেকি
সে দিনের একটি বিকেল ফিরিয়ে।


যে নারী সুখ দিয়ে যাবে নিরবে
তোমার ঘরের দক্ষিনা জালানা খুলে
তুমি থাকিবে কেমনে তাকে ভুলে
দিবেকি তুমি বন্ধু একটি বিকেল।