তোমার হাতে শিখালে কবিতা
লিখালে অসংখ্য যে ছড়া
এরপর লিখালে কয়টি উপন্যাস
এবেলায় করলে তুমি সর্বনাস।


সাজ সকালে হবে না তোমায় নিয়ে
একটিও কবিতা ছড়া লিখা
হবেনা কখনো আর মান-অভিমান
বলব না কখনো তুমি আমার জান।


বলবে-না তুমি আর কোনো দিনও
আমি কালা নাকি হয়ে আছি বোবা -ছে
চাবেনা তো কখনো তুমি যানতে
খেয়েছি কি-না সাজবেলার খাবার।


ভাঙ্গবেনা আর সেই দিনের ঘুমের ঘোর
মোবাইলের ব্যাশুরাল ক্যান ক্যান শব্দে
হাড়াবে-না এই হৃদয় আর কখনো
তোমার ঐ কর্কষ বিষাদের শুরে।


ঘুরে ফিরে চলবেনা-রে মন
বন্ধু তোরি খোজে ভুল করে
ঐ বাড়ির আঙ্গিনাতে রে সে
যাবে না তখন ছুটে বারে বারে।