আর কতাে পুড়ালে জীবন
হবে ভালোবাসা স্বার্থ
কতো কাল কাটিলে পথে
ভালোবাসার মিলন ঘটবে?


কতো ভালোবাসা ঝড়ালে মন
পাবে তার আবার ফিরে
রক্ত দিয়েও পেলে না তুমি যারে
ভাবলে কি করে আজব তুই মন
আসবে হৃদয় ঘর তুলিতে?


কতো কথা বলেছিলো তোরে
নিশিরও গহীন অগিনত রাত
কইতরীর কণ্ঠ স্বরে তুলত
প্রভাতের প্রতি আলোর সাথে।


এই রক্ত ছিলো কতো না ভক্ত
অর্থের লোভে পা ফসকিয়ে
গিয়েছ তোকে ছেড়ে আজ
অন্য কোন বৃত্তের ডালে।