হাল পাতি চাল পাতি
হাতে হাতে তালি মারি
বারি বারি দেয় বারি
গরিবের মাথায় বারি।


মারি কেনো তারে আমি
সে আজ নড়েনা কেনো
তাই মারি তাই মারি
তোকে পেলে দিব বারি।


হাত তালি দেয় কেন
তার সাথে আড়ি যেন
মান মান তারে মান
শূন্যে বসা তারে ভাবো।


এই তালির শেষ আছে
জাত কথার রেশ আছে
জাতে কাঁঠালের ঐ কোষ
কালো মেয়ের হয় দোষ।


মুখের কথায় হাড়ায়
যেজন ভাইয়ে এ হুশ
বড়লোকে দেয় শুধু
গরিবকে মিথ্যে বুঝ।