হাতে সিগারেট নিয়ে বসা
কি যেনো কিবা তার ভাবা
চোখের পলকে সিগারেট জ্বলা
মুখ ফুটে সে কথা নাহি বলা।


কিছুক্ষন পর পুড়ে হয়
সিগারেট খানি যে ছাঁই
হাতে ফিল্টার শুধু রয়
কোথাও সে কথা নাই।


জীবনের পরাক্রান্ত সময়
ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়
ভাবনার আঁকাশটা পড়ে রয়
একি সিগারেটের ফিল্টার নয়।


হঠাৎ দেখি মিলে যায়
কে যেনো কথা কয়
আড়ালে আড়ালে রয়
স্মৃতির পাতায় ভয় হয়।


পরে আছে সিগারেটের ছাঁই
কোথাও তুমি আজ নাই
হৃদয় কে প্রশ্ন করে পাই
তুমি নিয়েছ অন্যের বুকে ঠাঁই।


আমি এখন শুধুই
শূন্য তা নিয়ে বেড়াই
হতাশার হত গম্যতা
পাইনা খুঁজে কেনো সভ্যতা।


অধুর আঁকাশ পানে
তারা আজো ভাসে
রাতের আদ্রোতায়
একফালি চাঁদ হাসে।