সুধে সুধে গড়া এ দেশ
ঘুসে ঘুসে ভড়া ঐ রেশ
সুধ খেয়ে হয় যে সুধী
ঘুস খেয়ে মারে যে ঘুসি।


সুধ খোর ঘুস খোরের
পাল্লায় পরে যে কাধি
ভয় পেয়ে আমি তুমি সে
বানর নাচাই যে নাচি।


মন বল মন্ত্রণালয় বল
মন্ত্রণালয় পড়েছে ঢল
টাকা পয়সা কুঁড়ি বল
ঘুস নিয়ে মন্ত্রণালয় চল।


গরিবের পকেট ফাঁকা
ধনীদের পকেট ভড়া
দুখি লোকের জীবন গড়া
আধা আধা বাঁচা মরা।


গড়া গড়া ইট বালিতে ঘর
ভেঙ্গে পরার নেই আজ ডর
মর মর রক্ত চুষে বলে
আছি গরিবের কারণে।