সুখকর সুখময় সুধি
দুখকর দুখময় নাহি বুঝি
হালধর হাল জল মাঝি
লোকে বলে টাকা হলে খ্যাতি।


স্বয় স্বয় হয় যার এতো সম্বল
পরিক্ষার খাতায় পায় সাত নম্বর
রয় রয় কি করে মূখে কয়
সুখ কি আজ তার নয়।


ভঁয় ভঁয় তাহার কেনো হয়
জয় জয় মিথ্যে বাদীর জয়
রাতের কথা দিনে শুধু কয়
আড়ালে গেলেই ভুলে রয়।


বাসা বাসা ঢাকা খানি খাঁশা
নাঁচা নাঁচা নয়া লোক নাঁচা
ভাসা ভাসা লোকে বলে শুনি
ভালবাসায় হয় নাকি গুনি।