তুমি ফারজানা তা ভেবো না
তোমাকে ছাড়া আমি বাচব না ॥ ও


তোমাকে ভালোবাসার দায়ে
যদি যেতে হয় আমার জেলে
যাবো আমি হাসি মুখে
তাও পিছু পা হব না বেঁকে।


তোমাকে ভালোবাসার দায়ে
যদি ঝুলতে হয় ফাঁসিতে
স্বাধরে তা বরণ করে নিবো
ফিরিয়ে দিবো না তোকে।


তোমাকে ভালোবাসার দায়ে
আজ আমি হয়ছি গ্রাম ছাড়া
সেদিন তোমার বাবা ডাক্তার
বলেছিলো আমায় দাড়া দাড়া।


বসিয়েছিলো তোমাদের এলাকায় পাহাড়া
পেরেছিলো কি দিতে আমায় কোনা বাঁধা
বলেছিলাম আমি তাক ধিঁ না ধিঁন ধাঁ ধাঁ
ভালোবাসার যমুনায় আছ তুমি ভাসা।


তোমাকে ভালোবাসার দায়ে
যতো অন্যায় আমি সয়েছি
প্রতি নিঃশ্বাষে শুধু বলে যবো
ফারজানা তোমায় ভালোবাসি।


যে পাপি দিবে আমায় বাঁধা
তার গর্ধান ছাড় পাবে না
বলব আমি বল একটি কথা
ভালোবাসি তোমায় ভালোবাসি।