খুজতে গিয়ে বুঝতে পেলাম
তোমার বীর মর্মাত
তাইত আমি জানাই সালাম
বিজয়ের দিন মহর


বীর বিরঙ্গনা শিরনহ্
বিনিময় দিলে বিজয়
অস্র পাচার হয়ে
বিজয় দিলে আমায়


ক্ষুনের ক্ষুনে ভূমি ভাসিয়ে
ফিরে যেতে পারোনি
মা জননীর বুকে
বীর খেয়েছে তোমাকে


পাক বাহিনী কি চিনি
একাত্তর বিজয়ের মাসে
তাড়িয়েছিলে তোমরা
আজও ঋণি আছি আমরা


ষোল হল বিজয়
লক্ষ প্রানের বিনিময়
করেছিলে তোমরা নির্ণয়
বীরদের বিনিময়।