সকাল হলে দাদু ওঠে
সূর্যি মামা লাল হাসে
কাশবনে শিশির ঝড়ে
এহ্সান তখন কথা বলে।


পড়ার টেবিলে আঁকা ঝোঁকা
দাদার সাথে কথা বলা
মায়ের কাছে বায়না ধরা
কাকু কেনো ঘুম থেকে ওঠে না।


স্কুলে এহ্সান যাবে না
কাকু নাকি করেছে মানা
মীমী চকলেট খাবে না
তাইতো এহ্সান যাবে না।


শীতের পিঠা বড়ই মজা
সাজ সকালে উষ্ণতা হলে
ভাপা-চিতই বড়ই মজা
খেতে হয় সাজ বেলা।


দাদু বলে আয় আমার ভাই
তোমার জন্য চিতই পিঠা বানাই
খাবে তুমি খাবে ভাই
শীতের দিনে তুমি যে কানাই।