তুমি ভেবনা .............
তোমার বাবা-ভাইয়ের ভয়ে
আমি নিরবতা পালন করব
তাহলে ভুল ভাববে।


যতক্ষন না তোমার
কিংবা আমার শেষ বিদায় হবে
ততক্ষণ ঠিক দেখবে
বিদ্রোহ চলছে চলছে চলছে।


হয়তবা আমার অস্তিত্ব থাকবে না
তবে ভালোবাসার সংগ্রাম চলবে
নিরলষ ভাবনার পথ প্রান্তে ঘুরে
সেই আদালতের কামড়া অবধী।


দেখবে জেলে বসেও বলছি
শুধু তোমার কথা
গাইছি হাড়ানো সে গান
করছি বসে ধ্যান।


নিসংঙ্গতার প্রলব প্রাচির
আদ্রতায় মুড়ানো থাকে
একটু একটু করে সঞ্চালণ
অবিরত প্রতিক্ষা প্রহর।