তোমার হাতে ঘুড়ি সুতো
আমার জীবন করলে এলোমেলো।
কনো তুমি তা করলে বলো?


প্রথম দেখায় হলো আলাপন
মনের মাঝে করে জালাতন
পালায় পালায় হয় ভাবনা
কেনো তুমি তা বলো না, বলো।


আমার পাশে বসে থাকো সারাক্ষন
ভাবনা ফুরিয়ে গেলে করো পালাতন
আঠার দশকে যখন হবে নবজাতক
বোমার ভাবের হবে তখন পতন পতন।


বারো দশকে করেছ বশে খেলা
এ জীবন নিয়ে শুধুই অবহেলা
এসে দাড়িয়েছ ঠিক অবেলা
বিদায় জানালে বলো কোন বেলা?


ইচ্ছের ঘুরি উড়ালে বিকেলে
সুতায় বাধলে মোরে নিরবে
নাটাই রেখে খেলতে খেল
কেটে গেলো পড়ভ জীবনের বেল।