এ জীবন করেছ বাশের কঞ্চি
সুখ নেই দু’চোখে এক ইঞ্চি
অভিনয় করেছ তুমি গোলাপের ন্যয়
দুঃখ বুঝি আজ আমার সঙ্গি হয়।


কতো বছর দেখালে তুমি
মিছে ভালোবাসারে সুমি
শতো কথা বলে আজ গুনি
সে কথায় এ জীবনও গড়ি।


সাগড়ের জ্বলের ন্যয় কাঁধালে
ভালোবাসার উনুনে তুমি পুড়ালে।


লাল পাপড়ি উড়ে উড়ে
নিয়ে যায় ভোমর এসে
তোমায় নিয়ে দূর দূরে
খুজি বন্ধু আমি ঘুরে ঘুরে।


শহরের তল্লাটে আমায় পাঠালে
গড়িলে জীবন গাঁয়ের মাঝে উল্লাসে
গোলাপের পাপরির ন্যয়রে
আমার ধীরে ধীরে ঝড়ালে।