নিবেদিত বাংলায় চৈত্রের সংক্রান্তি ছাপিয়ে
নতুন বছরের শুরুতে বাঙালির যৌবন আজ উদ্ভাসিত প্রণোদিত
ঘরে ঘরে মঙ্গল দ্বীপ আর সোনা হাতে আল্পনা আঁকা
যেন গৃহে নব বধূর বরন
রবিঠাকুরের গান - " এসো হে বৈশাখ।এসো এসো"।


নবীনতার বন্ধুত্বে বৈশাখী মেলার এক প্রবল উদ্বোধন
নতুন সকালের আমন্ত্রিত বৃষ্টি
শাড়ি, পাঞ্জাবী, কৃষ্ণচূড়া আর রঙিন রিকসাওয়ালা
প্রেমের নদীর বুকে কিশোর-কিশোরীদের অপেক্ষা
পান্তা-ইলিশ আর কলা গাছের ভেলা


মানুষের মেলায় মুখরিত টাউন হল বেদি
কবি- শিল্পীদের আবডালে কথা বলছে রঙপুরের সাহিত্য মঞ্চ
পরতে পরতে চোখে ভাসে পুরনো স্মৃতি
মেলায় টইটম্বুর স্কুল মাঠ
ফুলঝুরি, মিঠাই বাতাসা আচার আর খাবারের দোকান
সাপের খেলা, নাগর দোলা, পুতুল নাচ, বানর নাচ
তালপাতার হাতপাখা, বাঁশের বাঁশি আর মেহেদি রাঙানো ফুল
বেশ মনে পড়ে কিশোরীর লতানো কানের দুল।


হাটে বাজারে পান সুপোরির গভীর মিতালী
হালখাতা আর মাইকের গানে
তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র বহমানে
আড্ডায় বিভোর শ্রাবণ বাঙালির বেলা বই ঘরে
প্রাণের জোয়ারে ফলিত রসায়ন মিশে গেছে বেশ
বৈশাখে মাতোয়ারা নিবিড় বাংলাদেশ।