অথচ কিছু কৌতুহলের সাথে
আবেগ ছড়ানো থাকলে
কিছু কথা বিশ্বাস হারায়
যেখানে মূলস্রোতে ভেসে যায়
মুখোশ মাখানো  মুখের ভাষা

তবু্ও  আত্মবিশ্বাস রেখে
পথ হাঁটতে শিখি
সেখানেও মাঝে মাঝে মনে কষ্ট পেলেও
হৃদয়ে গোপন রাখি

আসলে একটা সত্যি কারের
সম্পর্ক গড়ে তুলতে
অন্তরের সমস্ত কষ্ট  বুকে চেপে
তোমার কাছে ছুটে গেলে

তুমি তখন অন্যের সেবায়
আবেগের কাছে ভেসে যাও।