তোমাকে চেয়েছিল নদী
খুব কাছে
চৈত্রের শরীর ভিজিয়ে দিতে

ধা ধা রোদ্দুরে অদৃশ্য তরঙ্গে
ভেসে গেছো একা সেই
সাগরে নাইতে।

মোহনায় তুফান
তীরে সারি সারি বিপর্যয়
তীব্র গর্জন

অসহ্য যন্ত্রণায় ভাঁটার টানে
গভীরে না হয় ভিন দেশে
জলের নির্বাসন।

বাতাস ফিরে এলো মৌসুমী নিয়ে
তোমার রুদ্র দ্বারে...
তখন অনন্ত শুন্যতা।

পাহাড়ি ফুলের গন্ধ শেষে দেখি
তোমার বুক ফাটা লাভায় তুমি পাষাণ
পাথরে প্রেমহীন সভ্যতা।