যতোই ভাবি দেখবো না ,যা মন-খারাপি
অবাধ্য চোখ দেখবে ঠিকই, যেমনটা চায়।
বুক -জলও আজ, মুখ ডুবিয়ে সমান পাপী,
গড়িয়ে গেছে , অনেক দিনই উপত্যকায়।

যতোই ভাবি , শিমুল গাছে আসুক টিয়ে,
হলুদ সকাল উঠুক ফুটে অমলতাসে-
দেখবো না, কে জড়িয়ে আছে দু'হাত দিয়ে-
নামুক আদর, সন্ধ্যে বেলা কানের পাশে।

ভাববো না আর, ও কাঁধখানায় কখন কে শোয়,
প্রেমিক যখন নিজের থেকেই যাচ্ছে নেমে
আমার কেন দুঃখ হবে,মুখ ফেরানোয়?
আগুন ? সে তো লেগেই থাকে ত্রিকোণ প্রেমে।

তারচে বরং আমিও বাঁচি নিজস্বতায়
চোখের জলও থমকে থাকুক পাথর-শোকে,
বইব কেন দিন ফুরানোর সমস্ত দায়?
নিয়ন্ত্রণই মান্যতা দিক, দূরত্ব কে।