ছোট্টো বেলা মায়ের সাথে

আঁচল ধরে হেঁটেছি পথে

মায়ের মাথায় ফেরির ঝুড়ি

হাটে বাজারে করি ফেরি।


রোদ মাথায় ফিরে এসে 

স্কুলেতে যেতাম শেষে 

গোধুলিতে বাড়ি ফিরে

মায়ের সঙ্গে রান্না ঘরে।


মায়ের চোখে জল দেখে

জলঢালা ভাত খেতাম সুখে

সন্ধ্যা  হলে মায়ের ঘরে

জোছনার ঢল নামত ধীরে।


আমার মাথায় হাত দিয়ে

মা যে বলত শুয়ে শুয়ে—

আমাদের ঘরে এত কষ্ট 

একদিন  যেন দেখবি স্পষ্ট। 


মায়ের কথা সত্যি হলো 

ছেলেবেলা  চলে গেল

মা  আজ নেই যে কাছে

 সেদিনের  স্বপ্ন বেঁচে আছে।