বাহ্যিক  অর্থ শব্দ বিতান
উপস্তিতি চেতনায়
চর্যার শবর, ডোম্বির আকাল
নিয়মিত  কুটুমের  ঘনঘটা

বাড়ির  উনানে আগুন বিশ্রামে
প্রতিদিনের  ঝামেলা এড়িয়ে

বিবাহের  নতুন  সম্পর্কে
আসা যাওয়ার  সেতু
অভুক্ত  থেকেও অতিথি  সেবায়
বিরাট আয়োজন

পেটে অভাবের সংসার
নিদারুন সংকট
তবুও যাওয়া  আসা  
কুটুম্বিতার নতুন আহরণ।