মাননীয় আদালত, সব দোষ আমার
আমাকে যা সাজা দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব।
জানেন মহাশয়,  আমি শুধু  একটু স্নেহ ও আদর  পেতে চেয়ে ছিলাম
আমাকে কথা দিয়েছিলেন , আমাকে পুত্র স্নেহ দেবে
বলুন সেইটুকুর আশায় ছুটে যেতাম
হেমন্তের  মেঘে উড়ে যাওয়া পাখিগুলো
আমাদের  কথা শুনে হৃদয়ের গান গাইতো
মেঘগুলো ভাসতে আমাদের  সাদা সম্পর্কের গল্প করতো
আজ দেখুন মহাশয় আমাকে  নিজের সমূহ দোষ চাপিয়ে
আমাকে সম্পূর্ণ দোষী বানিয়ে দিলে

হুজুর আমাকে মৃত্যুর সাজা দিন
সব দোষ আমার...